আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত সোমবার রাত ৮টার দিকে হাপানিয়া বাজার থেকে ইয়াবাসহ রাশেদ আলীকে আটক করা হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব মুহাঃ মাসুদুর রহমান জানান, সোমবার রাত সোয়া ৮টার দিকে হাপানিয়া বাজারে মামুন হোসেন এর মুদি দোকানের সামনে থেকে আসামী মোঃ রাশেদ আলীকে (২৮) ৩০পিচ ইয়াবাসহ আটক করা হয়। রাশেদ মেহেরপুর জেলার গাংনী থানার মোকাদ্দেস আলীর ছেলে। এই ব্যাপারে আলমডাঙ্গা থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) রুজু করা হয়েছে।



