জীবননগর অফিস
শেরপুরের নকলা উপজেলায় কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে জীবননগর কৃষি অফিসে কলম বিরতি পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ১ ঘন্টা কর্মবিরতি পালন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীরা। এসময় জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, আপনারা জানেন গত ৪ নভেম্বর শেরপুরের নকলা উপজেলায় আমাদের এক সহকর্মীর ওপর হামলা চালানো হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমরা আজ এই কর্মবিরতি পালন করছি।
এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. পাভেল রানা, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. রফিকুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ অফিসার বকুল হোসেনসহ উপসহকারী কৃষি অফিসারবৃন্দ। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও সকল কৃষি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি করেন তারা।
উল্লেখ্য যে, গত ৪ নভেম্বর শেরপুরের নকলা উপজেলায় কৃষি প্রণোদনা দিতে রাজি না হওয়ায় কৃষি কর্মকর্তা শাহরিয়ার মুরসালিনের অফিস ঢুকে তার ওপর হামলার অভিযোগ উঠে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম ও তার সহযোগী ফজলুর রহমানের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে কর্মবিরতি পালন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।



