স্টাফ রিপোর্টার
নিরবে ধানের শীষের পক্ষে গণসংযোগ করে চলেছেন চুয়াডাঙ্গা পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হোসেন। প্রতিদিনের ন্যায় সোমবার সকাল থেকে রাত অবধি ধানের শীষের হ্যান্ডবিল হাতে বাড়ি বাড়ি ও দোকানে দোকানে গিয়ে আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চাচ্ছেন। শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবেসে সেই ১৯৭৮ সাল থেকে বিএনপির রাজনীতির সাথে জাড়িয়ে পড়েছেন বলে জানালেন আবুল হোসেন।
সাদাসিদে ও সর্বদা হাস্যজ্জোল স্বভাবের মানুষ আবুল হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ৭নং ওয়ার্ডের ঝিনাইদহ বাসষ্ট্যান্ড পাড়ার এতিমখানা রোডের বাসিন্দা। দল বেধে নয়, স্রেফ একা একা তিনি গনসংযোগ করে ভোট প্রার্থনা করছেন। গতকাল সোমবার সন্ধ্যায় বাসটার্মিনাল এলাকা থেকে আবুল হোসেন ধানের শীষের ছবি সংবলিত হ্যান্ডবিল বিতরন শুরু করেন। সানোয়ারের চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি চা খাচ্ছেন। এমন সময় আবুল হোসেন বাইসাইকেল নেমে চায়ের দোকানের সামনে দাড়ালেন। প্রত্যেকের হাতে মোঃ শরীফুজ্জামান শরীফ এর সালাম নিন, ধানের শীষে ভোট দিন সম্বলিত হ্যান্ডবিল বিতরণ করলেন। এবং প্রত্যেকের কাছে ধানের শীষে ভোট চাইলেন।
এ সময় আলাপ চারিতায় আবুল হোসেন জানালেন, আমি নিরবে প্রচার করতে ভালোবাসি। আমি শহীদ জিয়ার আদর্শকে লালন ও ধারন করি। আশা করি আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের জয় হবেই।
সানোয়ার দোকানে হ্যান্ডবিল বিতরণ শেষে সাইকেল নিয়ে আবারো বেরিয়ে পড়লেন আবুল মিয়া। এবার তিনি মোটরসাইকেল মেকার আউব আলী, আবু বক্করসহ অন্য দোকানগুলোতে প্রচারনা শুরু করলেন। গতকাল তিনি দিগড়ী, কুলচারা ও বাসটার্মিনাল এলকায় বাড়ি বাড়ি গিয়ে হ্যান্ডবিল বিতরণ করেছেন।



