তারিকুর রহমান, জীবননগর
জীবননগরে ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টার সময় জীবননগর উপজেলা মডেল মসজিদে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কিরাআত, আযান,উপস্থিত বক্তৃতা, হামদ-নাত, রচনা,কবিতা আবৃত্তি ও ইসলামি জ্ঞান বিষয়ে উপজেলার বিভিন্ন মাদ্রাসা, প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা ইফারা ফিল্ড অফিসার ও ফাউন্ডেশনের চেয়ারম্যান মারিয়া মাহবুবা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো.ফারুক আহম্মেদ, শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো.মইন উদ্দিন, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর সালাম, আকলিমা প্রি ক্যাডেট স্কুলের শিক্ষক আব্দুর রাজ্জাক, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার জীবননগরের সহকারী ব্যুরো প্রধান এবং দৈনিক ভোরের আকাশ পত্রিকার উপজেলা প্রতিনিধি তারিকুর রহমান, প্রাইড প্রি ক্যাডেট স্কুলের শিক্ষক মামুন নিরব সহ অনেকে। প্রতিযোগিতায় ১ম,২য় ও ৩য় স্থান অধিকারীরা পর্যায়ক্রমে জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অংশ নিতে পারবে।



