রকিবুজ্জামান/ টিপু সুলতান, জীবননগর
জীবননগরে অনুষ্ঠিত হ্যালো আন্দুলবাড়িয়া ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ মেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার আন্দুলবাড়িয়া ফুটবল মাঠে বিকেল ৪টায় যশোর একাদশ ও কোটচাঁদপুর একাদশের মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি দেখতে মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজিত ম্যাচে প্রধান অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া কলেজের সভাপতি সাইদুর রহমান বাবু। বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তফা তাকওয়ার, যুবদল নেতা মির্জা হামিদুর রহমান শিলন। খেলাটি পরিচালনা করেন সাবেক ফুটবলার আঃ রাজ্জাক, সহয়োগিতায় ছিলেন আলাউদ্দিন, মনোয়ার হোসেন মাস্টার, শেখ শামীম ও মোল্লা নিহান। দুই দলের খেলোয়াড়দের কুশল বিনিময়ের মাধ্যমে ম্যাচের শুরু হয়। খেলাটির রেফারির দায়িত্বে ছিলেন সাইফুল ইসলাম এবং সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন রবি ও সবুর।
প্রথমার্ধে টানটান উত্তেজনার মধ্যে পাল্টা আক্রমণে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় কোটচাঁদপুর একাদশ। দলের হয়ে প্রথম গোলটি করেন সাব্বির আহমেদ, দ্বিতীয়টি সুব্রত, এবং তৃতীয় গোলেও আসে দারুণ দক্ষতার ছাপ। এই লিড নিয়েই প্রথমার্ধ শেষ হয়।
দ্বিতীয়ার্ধে যশোর একাদশ আক্রমণাত্মক খেলায় ফেরে এবং দলের হয়ে প্রথম গোলটি করেন সম্রাট। তবে ম্যাচের বাকিটা সময় কোটচাঁদপুর একাদশ দারুণ নিয়ন্ত্রণ ধরে রেখে আরও গোল করে ৫-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয়। বিজয়ী দলের প্রথম গোলদাতাকে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে ৫শ’ টাকা পুরস্কার দেওয়া হয়। পরে আয়োজক কমিটির সদস্যরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
হ্যালো আন্দুলবাড়িয়া ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ মেস অনুষ্ঠিত



