মেহেরপুর অফিস
বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস হোসেন টুকুলকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (নভেম্বর) দুপুরে গাংনী উপজেলা চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া টুকুল হোসেন হাড়াভাঙ্গা গ্রামের মৃত ইজ্জতুল্লাহর ছেলে।
জানা গেছে, গত ৩০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঢাকায় আন্দোলন চলাকালীন সময়ে নিহত ও আহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানাতে গাংনী উপজেলা শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করতে গেলে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী গাংনী পৌরসভার চৌগাছা গ্রামের জুলফিকার আলীর ছেলে রেজানুল হক ইমন (২৫) বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন।
ধারা ২০০৯ (সংশোধনী ২০১২) সন্ত্রাস বিরোধী আইনের ৬(২)/৭(৫)/৭(৬)(ক)/৭(৬)(খ)/১০/১১/২/১৩ ধারায় মামলাটি “সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল আদালতে” দায়ের করা হয়। মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক মঞ্জুরুল ইমাম গাংনী থানাকে এফআইআর নেওয়ার নির্দেশ দেন। মামলায় গ্রেফতার হওয়া টুকুল মাস্টার ইজহারনামীয় ৫০ নম্বর আসামি ছিলেন। মামলার নং-১৭, তারিখ ১৫/০৫/২০২৫।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অঙ্কুশ হোসেন বলেন, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বানী ইসরাইল জানান, আসামি ইদ্রিস হোসেন টুকুলকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



