ঝিনাইদহে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ঝিনাইদহ অফিস

ঝিনাইদহে হয়ে গেল এক ব্যতিক্রমী ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মেসেজ কালচারাল একাডেমির আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ব্যতিক্রমী ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়। সেখানে ইসলামিক গান, কবিতা, নাটিকা, কাওয়ালীসহ জুলাই আন্দোলনের উপর নির্মিত প্রামাণ্য অনুষ্ঠান প্রচার করা হয়।

সেখানে প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মো. আবুবকর, বিশেষ অতিথি ছিলেন, জেলা সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা সহকারী সেক্রেটারি সগীর আহমেদ, শহর আমীর এডভোকেট ইসমাইল হোসেন, হরিণাকুন্ডু জেলা আমীর বাবুল হোসেন।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, জামায়াত যদি ক্ষমতায় যায় তবে কোরআন মোতাবেক আল্লাহর হুকুমের বাস্তবায়ন করা হবে। নামাজের মাধ্যমে দেশ ও সমাজ ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। দুর্নিতীই আমাদের একমাত্র শত্রু। যাকাত ব্যবস্থার মাধ্যমে সমাজ থেকে চিরতরে দরিদ্রতা দূর করা হবে। আগে যারা সরকারে এসেছে তারা প্রত্যেকেই ব্যাপক দূর্নিতির মাধ্যমে বেগম পাড়ায় নিজেদের সম্পদ বানিয়েছে। দেশের মানুষের কথা কখনই ভাবেনি তারা। লুটপাটে মত্ত ছিল তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *