মেহেরপুর-১ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে মহিলা দলের বিক্ষোভ মিছিল

মেহেরপুর অফিস

মেহেরপুর-১ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে মহিলা দল। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মেহেরপুর বড়বাজারে অবস্থিত দলীয় কার্যালয় থেকে মহিলা দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন, জেলা বিনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ। তিনি বলেন, মেহেরপুর-১ আসনে যেভাবে মনোনয়ন দেওয়া হয়েছে, তা দলীয় জনমতের পরিপন্থী। আমরা এই মনোনয়ন অবিলম্বে বাতিলের দাবি জানাচ্ছি। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিক্ষোভ মিছিলে মহিলা দলের সহ-সভাপতি সাবিয়া সুলতানা, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক নাজমুন নাহার, জেলা মহিলা দলের সদস্য নবীনা মল্লিকসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *