মেহেরপুর অফিস
মেহেরপুর সদর উপজেলা গোল্ডকাপে শ্যামপুর ইউনিয়ন ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ট্রাইবেকারে ৫-৩ গোলে আমঝুপি ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে। ম্যাচের প্রথম থেকেই আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলা শুরু হয়। প্রথমার্ধে উভয় দল একাধিক সূযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমনের ধার বাড়ায়। তারপরও গোলশুণ্য থেকে খেলা শেষ হয়। খেলা গড়াই ট্রাইবেকারে। শ্যামপুর ইউনিয়ন পাঁচ শটেই গোল করতে সামর্থ হয়।অপরদিকে আমঝুপির একটি শট ঠেকিয়ে দেয় গোলরক্ষক শাওন।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজীয়দের হাতে ট্রফি ও নগদ ২০ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। রানারআপ দল পায় ট্রফি ও নগদ ১৫ হজার টাকার প্রাইজ মানি। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলামসহ জেলা ক্রীড়া সংস্থা, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।
এ সময় প্রধান অতিথি বলেন, খেলার মধ্য দিয়ে একজন মানুষের প্রকৃত মেধা বোঝা যায়। খেলা শেখায় নিয়মানুবর্তিতা। তরুণরা খেলার মধ্যে থাকলে মাদক ও অনলাইন জুয়াসহ নানা অপকর্ম থেকে দুরে থাকে। তাই পর্যায়ক্রমে মাঠে ফুটবল, ক্রীকেট, কাবাডি, ভলিবলসহ নানা ধরনের খেলার আয়োজন অব্যহত থাকবে জেলা প্রশাসনের পক্ষ থেকে।



