দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে জুরানপুর ক্লাব প্রাঙ্গনে ১ নং ওর্য়াড বিএনপির আয়োজনে এই মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির।এসময় তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম।বিশেষ করে আমার প্রিয় মা বোনদের সতর্ক থাকতে হবে বিশেষ একটি দল জান্নাতের কথা বলে ভোট চাচ্ছে। এটা মুনাফেকি কথা। একমাত্র মহান আল্লাহপাকের আনুগত্য ছাড়া জান্নাত লাভ সম্ভব নয়। দেশের জনগণ আজ পরিবর্তন চায়, তাই প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।
একই সময় তিনি বলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবু ভাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসন থেকে বিএনপির হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটযুদ্ধে অংশগ্রহণ করবেন। তিনি একজন ক্লীন ইমেজের মানুষ। আমাদের সবাইকে এখনই সংগঠিত হতে হবে এবং বাবু ভাইয়ের পাশে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। এ সময় তিনি উপস্থিত নেতৃবৃন্দদের স্মরণ করিয়ে বলেন, এই সংগ্রাম শুধু একজন প্রার্থীর নয়, এটি গণতন্ত্র ও মানুষের অধিকারের লড়াই।কাজেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিককে বিজয়ী করা লক্ষ্যে ঐক্য বদ্ধভাবে কাজ করতে হবে।
উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ্য আল মাসুম বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভানেত্রী সালমা জাহান পারুল, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক রহুল আমিন, সাংগাঠনিক সম্পাদক আসলাম উদ্দিন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।



