খাদিমপুরে সাধু সংঘের উদ্বোধনী অনুষ্ঠানে শরীফুজ্জামান শরীফ

আলমডাঙ্গা প্রতিনিধি

আলমডাঙ্গা উপজেলার খাদিমপুরে শুভ সাধু সংঘ ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে ৯টার দিকে উদ্বোধন করা হয়। “হক নাম ভরসা, জয় গুরু, জয় লালন, জয় বাউল সম্প্রদায়, ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি, সত্য বল সুপথে চল ওরে আমার মন – এই স্লোগানে মুখরিত ছিল পুরো সাধুবাগান লালন সাংস্কৃতিক আশ্রম প্রাঙ্গণ” তোফাজ্জেল শাহ্র মা-এর ওফাত দিবস ও গুরু স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে ফকির সানোয়ার শাহের নীতিমালার আলোকে সংঘের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফুজ্জামান শরীফ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তোফাজ্জেল শাহ্, এবং সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা বাউল কল্যাণ সংস্থার সহ-সভাপতি তৌহিদ হাসান। উপস্থিত সাধু-বাউল ও জনগণের উদ্দেশে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আপনারা আমাদের এই বাংলার মাটির আত্মার সুর। আপনাদের গান, আপনাদের দর্শনই আমাদের সংস্কৃতির মূল শক্তি। আপনারা লোকায়ত বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন। আমাদের নেতা তারেক রহমান সংস্কৃতি এবং শিল্পকলার প্রতি অত্যন্ত সংবেদনশীল। তিনি মনে করেন, সংস্কৃতিই আমাদের আত্মার বাঁধন, যা আমাদের ঐক্যবদ্ধ রাখে।’

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেরেগুল বিশ্বাস, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লালন শাহ্, যৌথ সম্পাদক মশিউর রহমান, ও জেলা বাউল কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন জুড়োন শাহ্, জেলা কৃষক দলের সদস্য সচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ছালাম বিপ্লব, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার আরিফ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাধু বাউলরা। অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করেন তোফাজ্জেল শাহ্র শিষ্যবৃন্দ আব্দুর রহমান শান্তি, শাহাবুল ইসলাম, নইমুদ্দিন, জয়নাল আবেদীন, কচিমদ্দিন ও তুসাম।

রাতভর চলা পালাগানে দর্শক মাতান জনপ্রিয় পালাশিল্পী আতিয়ার রহমান ও রেশমা পারভীন।  আজ বুধবার দুপুরে পূর্ণ সেবা সম্পন্নের মধ্য দিয়ে এ বছরের শুভ সাধু সংঘের কার্যক্রমের সমাপ্তি ঘটবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *