স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার করা হয়েছে। চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় গত শনিবার বিকেল ৪টার দিকে এসআই (নিঃ) জুম্মান খান ও এএসআই (নিঃ) মোত্তালেব হোসেন সঙ্গীয় ফোর্সসহ জীবননগর থানার উথলী বাজারপাড়া গ্রামস্থ দারুল উলুম নূরানী হাফেজিয়া মাদ্রাসা এর সামনে ইটের সলিং রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানে জীবননগরে মৃগমারী গ্রামের খোরশেদ আলমের ছেলে মিন্টু আলী (৪৫) -কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
চুয়াডাঙ্গায় ইয়াবাসহ একজন গ্রেফতার



