আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা কামালপুর আলাউদ্দীন আহমেদ পাঠাগারের উদ্যোগে মরহুমা তহিরণ নেছা বেগমের ২৩ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। রবিবার কামালপুর আলাউদ্দীন আহমেদ পাঠাগার চত্বরে বাদ আছর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়াপুর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাষ্টার।
বিশেষ অতিথি ছিলেন, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক হামিদুল ইসলাম, বিশিষ্ট লেখক সাবেক প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম সাগর, কামালপুর মসজিদ কমিটির অন্যতম সদস্য আরএমপি সভাপতি জিনারুল ইসলাম, কবি আব্দুল খালেক, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারন সম্পাদক কবি হাবিবুর রহমান মজুমদার, উদ্ভাস সাহিত্য সংস্থার সভাপতি কবি কহন কুদ্দুস, কবি সিদ্দিকুর রহমান, বিশিষ্ট গল্পকার পিন্টু রহমান, কবি চলচিত্র নির্মাতা জন এফ, সিরাজুল ইসলাম মন্ডল, ডালিম মন্ডল, শাহাদুল ইসলাম, তানজিল আলী, বিশারদ আলী, ইবাদুল হক,সবুজ আলী, জাকির হোসেন, প্রমুখ। দোয়া পরিচালনা করেন কামালপুর বাইতুল আমান জামে মসজিদের ইমাম মৌলভী আব্দুস সাত্তার, দ্বিতীয় আলোচক ছিলেন হাফেজ মুহাম্মদ নাহিদ হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন- কামালপুর গ্রামের মুসল্লীগণ, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সদস্যগণ, গ্রামবাসী আলাউদ্দিন আহমেদ পাঠাগারের সদস্যবৃন্দ। আলাউদ্দীন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরি বলেন আল্লাহপাকের দরবারে আমার দাদিজি মরহুমা তহিরন নেছা বেগমের রূহের মাগফিরাত কামনায় ও পরিবারের পিতা-মাতা ভাই বোন আত্মীয়-স্বজন আমার স্যার ও গ্রামবাসী তথা সকল মুসলমানের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি।
আলমডাঙ্গা কামালপুরে মরহুমা তহিরণ নেছা বেগমের ২৩তম মৃত্যু বার্ষিকী পালিত



