আলমডাঙ্গা পৌরসভার ১০ জন কর্মচারীকে বিদায়ী সংবর্ধনা প্রদান

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে আলমডাঙ্গা পৌরসভার ১০ জন কর্মচারীকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা পৌর সভার পৌর সার্ভিস এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাক আহমেদ। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌরসভার সুযোগ্য প্রশাসক আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শেখ মেহেদী ইসলাম।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন পৌর সভার নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা রকিবুল ইসলাম, স্যানিটারী ইন্সপেক্টর ও প্রধান সহকারী মাহফুজ রানা, সড়কবাতি পরিদর্শক রোকনুজ্জামান খান।

অতিথি বলেন, আমরা সকলেই সরকারের অধিনে চাকরি করি। একটা নিদ্রিষ্ট সময় পর্যন্ত আমাদের চাকরির মেয়াদ। সেই মেয়াদ শেষ হলে সকলকেই চাকরি থেকে বিদায় নিতে হবে। আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে চাকরি করছি, আপনাদের পৌর সভায় ভারপ্রাপ্ত পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছি, কিন্তু আমরা যেখানে চাকরি করি সেখান থেকে আমাকেও একদিন আপনাদের মত বিদায় নিয়ে চলে যেতে হবে। তবে পৌন প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর থেকে আপনাদের সাথে আমার মেসার সৌভাগ্য হয়েছে। আপনাদের কথা আমার মনে থাকবে। তারপরও আমাদের চাকরিতে বদলি আছে, সরকার চাইলে যে কোন সময় আমি আলমডাঙ্গা থেকে অন্য কোথাও চলে যাব।

অনুষ্ঠান পরিচালনা করেন আলমডাঙ্গা পৌরসভার সার্ভিস এসোসিয়েশন সাধারন সম্পাদক, মামুন আক্তার, স্টোর কিপার হামিদুল ইসলাম নিলা, সরকারি কর আদায়কারী লিয়াকত আলি, সি এ হাফিজুর রহমান প্রমুখ। পরে প্রধান অতিথি সকলকে পৌর সভার পক্ষ থেকে সম্মাননা পুরস্কার তুলেদেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *