চুয়াডাঙ্গার খেজুরায় আলোর দিশারীর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পদ্মবিলা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরা আলোর দিশারী যুব সংঘের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার সকাল ১০টার সময় খেজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোর দিশারীর সদস্য আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোহরাওয়ার্দী স্বরণীবিদ্যাপীঠের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন সোহরাওয়ার্দী স্বরনী বিদ্যাপীঠের সভাপতি রাকিব রায়হান, ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মখলেছুর রহমান, ডিঙ্গেদহ দাখিল মাদরাসার সুপার ইসমাইল হক, শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আলীনূর বিশ্বাস, বাবুল আক্তার, খায়রুল বাশার, সাদিকুল ইসলাম, চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক রাকিবুল হাসান, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, ডিঙ্গেদহ বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক আক্তারুজ্জামান পলাশ, আবু উবাইদা, রায়হানুল কবির রাজু, আঃ রাজ্জাক বাবুল, বজলুর রহমান জোঃ, জাওয়াদ বিশ্বাস, পদ্মবিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য ইমদাদুল হক, আশিকুল ইসলাম বকুলসহ অত্র এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও আলোর দিশারীর সদস্য ও উপদেষ্টা মন্ডলী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা খেজুরা আলোর দিশারীর বিভিন্ন সামাজিক উন্নয়নমুলক কর্মকান্ড শুনে সন্তুষ্ট হন এবং পরবর্তীতে খেজুরা গ্রামসহ অত্র এলাকায় অনেক উন্নয়নমুলক কর্মকান্ড পরিচালনায় সর্বদা পাশে থেকে সহযোগিতা করবে বলে আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন খেজুরা আলোর দিশারীর অন্যতম সদস্য  হাসিবুল হাসান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *