মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৬ বাংলাদেশী নাগরিক আটক, মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৬ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে ৩ জন নারী, ২ জন পুরুষ ও ১ জন নারী। এছাড়া আরো ৩টি অভিযান চালিয়ে ভারতীয় মদ, ফেন্সিডিল ও ১টি ইজিবাইক উদ্ধার করা হয়। আটক করা হয় ১ মাদকপাচারকারী।

                  ৫৮-বিজিবির সহকারী পরিচালক জানান, শুক্রবার সকাল ১০টার দিকে জীবননগর বিওপি’র মেইন পিলার-৬৮/হতে এর নিকট  পিচ মোড় হাবিলদার মোঃ মোশারাফ হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় গোয়ালপাড়া গ্রামের মাদকপাচারকারী  মোঃ আজিম মিয়া (৩৭)কে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১টি ইজি বাইকসহ আটক করা হয়। একই দিন সকাল সাড়ে ৭টার দিকে জীবননগর বিওপি’র সীমান্ত পিলার-৬৭/এমপি এর নিকট গোয়াল পাড়া অভিযান চালিয়ে আসামীবিহীন ১৬ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। এদিকে একই দিন রাত সাড়ে ১২টার দিকে জীবননগর নিমতলা বিওপি’র সীমান্ত পিলার-৭৫/৩-এস এর কাছে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩৮ বোতল ভারতীয় মদ এবং ২২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

                  অপরদিকে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লাপাড়া বিওপির সীমান্ত পিলার-৬০/৭২-আর এর কাছে হাজমপাড়া গ্রামের নায়েব সুবেদার সৈয়দ মফিজুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় ৫ জনকে আটক করা হয়। এর মধ্যে ১ জন পুরুষ, ৩ জন নারী ও ১ জন শিশু। আটক তোফাজ্জল হোসেন (২২) নরসিংদী জেলার রায়পুর থানার  নুরুল ইসলামের ছেলে। একই দিন বেলা ২টার দিকে বাঘাডাংগা বিওপির সীমান্ত পিলার-৬০/৪৩-আর এর নিকট বাঘাডাংগা গ্রামে সুবেদার মোঃ আতিয়ার রহমানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টকালে সাজেদুল খলিফা (২৪) নামে একজনকে আটক করা হয়। আটক সাজেদুল মাদারীপুর জেলার, রাজৈর থানার, ভাটিয়াকান্দি গ্রামের,  ইসরাফিল খলিফার ছেলে। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *