স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি পদে অ্যাড. মারুফ সরোয়ার বাবু ও সাধারণ সম্পাদক পদে অ্যাড. আহসান আলীকে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত আইনজীবী ফোরামের সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে আয়োজিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাড. আ.স.ম. আব্দুর রউফ। আইনজীবী ফোরামের সদস্য সচিব মানজার আলী জোয়ার্দ্দার হেলাল সভা সঞ্চালনা করেন।
সভায় সিনিয়র আইনজীবী আকরাম হোসেন, আনছার আলী, মারুফ সরোয়ার বাবু, এমএম শাহজাহান মুকুল, ওয়াহেদুজ্জামান বুলা, সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, মঈন উদ্দিন মঈনুল, সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, আব্দুল খালেক, বদিউজ্জামান, আহসান আলী, মানি খন্দকার, হেমায়েতউল্লাহ বেল্টু, আতিয়ার রহমান (২), বজলুর রহমান ডাবলু, আক্তারুজ্জামান ও ওহিদুজ্জামান মুকুল বক্তব্য রাখেন।
চুয়াডাঙ্গা বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী বাছাইয়ে অ্যাড. মারুফ সরোয়ার বাবুকে সভাপতি ও আহসান আলীকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে সিদ্ধান্ত গ্রহন করা হয়। এ সভায় চারজন প্রার্থী সভাপতি পদে দাবিদার ছিলেন। এরমধ্যে সভাপতি পদে সৈয়দ হেদায়েত হোসেন আসলাম দলের বৃহত্তর স্বার্থে তার নাম তাৎক্ষণিক প্রত্যাহার করেন। অপর দুই প্রার্থী সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম ও আকরাম হোসেন উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে গোপন ভোটাভুটির সিদ্ধান্ত নিলে তারা সাধারণ সভার সিদ্ধান্তে দ্বিমত পোষন করে সভা স্থান ত্যাগ করে চলে যান। সভাপতি পদে একমাত্র প্রার্থী থাকেন অ্যাড. মারুফ সরোয়ার বাবু। পরে প্রতিন্দন্দ্বী প্রার্থী না থাকায় মারুফ সরোয়ারের নাম ঘোষনা করা হয়। একইভাবে সাধারণ সম্পাদক পদে আনছার আলী ও মঈন উদ্দিন মঈনুল সভার ভোটাভুটির সিদ্ধান্তে দ্বিমত পোষন করে সভাস্থল ত্যাগ করেন। এরপর সাধারণ সম্পাদক পদে আহসান আলী ও মানি খন্দকারের উপস্থিতিতে এবং তাদের সম্মতিক্রমে গোপন ব্যালটে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এ ভোটে আহসান আলী ২৭ ভোট ও মানি খন্দকার ১৬ ভোট পান। ফলে সাধারণ সম্পাদক পদে আহসান আলীকে দলীয় প্রার্থী ঘোষনা করা হয়।
চুয়াডাঙ্গা বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী হিসেবে অন্যান্য পদে প্রার্থীদের নাম পরবর্তীতে ঘোষনা করা হবে। সভার সভাপতি অ্যাড. আ.স.ম. আব্দুর রউফ বলেন, আসন্ন চুয়াডাঙ্গা বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি পদে মারুফ সরোয়ার বাবু ও সাধারণ সম্পাদক পদে আহসান আলীকে মনোনীত করে প্রার্থী ঘোষনা করা হয়েছে। সকল সদস্যকে অনুরোধ করবো সকল ভেদাভেদ ভূলে দলের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানাচ্ছি।
প্রসঙ্গত : চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৬ আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আগামী ২ নভেম্বর নির্বাচন তফশিল ঘোষনা করা হবে। বর্তমানে জেলা আইনজীবী সমিতির সদস্য সংখ্যা ২০৭ জন। নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহবায়ক হিসেবে রয়েছেন শহিদুল হক (২)। নির্বাচনে পরিচালনা উপ-পরিষদের দ’ুজন সদস্য হলেন হানিফ উদ্দিন ও ছরোয়ার হোসেন।



