আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা মাদ্রাসা পাড়ার ইন্দ্রজিৎ দেব শর্মা পরলোক গমন করেছে। সমাজ সেবক মাদ্রাসা পাড়ার মন্দির কমিটির সদস্য ইন্দ্রজিৎ দেব শর্মা দীর্ঘ দিন অসুস্থ হয়ে চিকিধীন ছিল। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে শরীর খারাপ হলে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাবার সময় নিজ বাড়ীতে পরলোক গমন করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। ইন্দ্রজিৎ শর্মার পিতার বাড়ী জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জের জেহালায়।
তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে আলমডাঙ্গা পৌর শহরের মাদ্রাসা নিজ বাসভবনে গত বুধবার রাত সাড়ে ১০ টার সময় পরলোক গমন করেছেন সমাজকর্মী ইন্দ্রজিৎ দেব শর্মা। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ মেয়ে রেখে গেছেন।
জানাযায়, বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তার মৃত্যুতে এলাকাবাসী শোকাহত। তার বয়স হয়েছিল মাত্র ৬৮ বছর। এই হঠাৎ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে আলমডাঙ্গা মহাশ্মশানে তাকে দাহ করা হয়েছে।



