স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০(দশ) গ্রাম গাঁজাসহ এক মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনির, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক কবির উদ্দিন তালুকদার এবং অধিদপ্তরের অন্যান্য স্টাফবৃন্দ। গ্রেফতারকৃতরা হয়েন, চুয়াডাঙ্গা সদর উপলোর দিগড়ী গ্রামের মৃত ইনবির ছেলে আশিক (২৮)।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত আসামিকে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সমাজ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।



