জীবননগর অফিস
জীবননগর উপজেলার কাশিপুর হাইস্কুল মাঠে মুসাফির মাসুদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে দেহাটি ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় উথলী সূর্য্য তোরণ ক্লাব ফুটবল একাদশ।
টানটান উত্তেজনাকর এই খেলায় প্রথমার্ধে ১ গোলে এগিয়ে থাকে সূর্য্যতোরণ ক্লাব ফুটবল একাদশ। দ্বিতীয়ার্ধে খেলায় গোলটি পরিশোধ করে সমতায় ফেরে দেহাটি ক্রীড়া সংস্থা।তারপর খেলার উত্তেজনা আরও বেড়ে যায়। ১-১ গোলের সমতা রেখে দুই দলই আক্রমণ ও পাল্টা আক্রমণ চালাতে থাকে।রেফারির শেষ বাঁশি বাজা পর্যন্ত আর কোন দল আর গোল করতে না পারায় অমিমাংসিত ভাবে খেলা শেষে ট্রাইবেকারে চলে যায়।
ট্রাইবেকারে উথলী সূর্য্য তোরণ ক্লাব ফুটবল একাদশ ৪-১ গোলের ব্যবধানে জয়লাভ করে।
শতশত ফুটবল প্রেমী দর্শকেরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলাটি উপভোগ করে।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও প্রাইজমানি প্রদান করা হয়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের নিশান।
খেলায় প্রধান রেফারি হিসেবে দায়িত্বে ছিলেন হাবিবুর রহমান। সহকারী রেফারি হিসেবে ছিলেন আবু হাসান ও সাইফুল ইসলাম।



