আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানা পুলিশ রোয়াকুলি গ্রামের টেংরামারী মাঠে আলমডাঙ্গা টু চুয়াডাঙ্গা সড়কে ডাকাতি মামলার ঘটনার সাথে জড়িত ৩জন আসামীকে গ্রেফতার করেছে। গত ১৫ অক্টোবর আলমডাঙ্গা থানার আহসাননগর গ্রামের মৃত আকবার আলির ছেলে মিরাজুল ইসলাম(৪৫) মালয়েশিয়া হতে নিজ বাড়ীতে আসেন। গত ২৪ অক্টোবর অনুমানিক ভোর ৪টার দিকে প্রাইভেট কার যোগে বাদীর মা- সজিরন নেছা, বাদীর স্ত্রী ছোট ভাই- নাজমুল ইসলাম যশোরে আত্মীয়ের বাড়ীতে বেড়ানোর উদ্দেশ্যে নিজ বাড়ী হতে বাহির হয়ে আলমডাঙ্গা থানাধীন আলমডাঙ্গা টু চুয়াডাঙ্গা রোডে ০৭নং জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের টেংরামারি মাঠে জনৈক আসাদুল হক এর জমির পাশে পাঁকা রাস্তার উপর পৌছালে গাছের ডাল ফেলে বেরিকেড দেখে প্রাইভেট কার থামানো মাত্রই গামছা দিয়ে মুখ বাধা অজ্ঞাতনাম ০৩/০৪ জন আসামী ধারালো চাপাতি, রামদা নিয়ে গাড়ীটি ঘিরে ধরে বাদীর মায়ের স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। বর্ণিত ঘটনায় বাদী মিরাজুল ইসলামের লিখিত এজাহারের প্রেক্ষিতে গতকাল ভোর রাতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান পিপিএম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ আজগর আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় অত্র মামলার ঘটনার সাথে জড়িত আসামী আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইসলামপাড়া মজনুর রহমানের ছেলে আল আমিন হোসেন(২২), আহসান নগর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র মিজানুর রহমান মন্টু(৪২), কামালপুর চরপাড়া মোশারফ হোসেনের পুত্র শিলন হোসেন(২০) গ্রেফতার করে। আসামিদের জিজ্ঞাসাবাদ পূর্বক গতকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ধৃত ১ নং আসামী আল আমিন হোসেন(২২) অত্র মামলার ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবি আইনের ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করেছে থানা সূত্রে জানা গেছে।



