স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। বৃহস্পতিবার বেলা ১২ টায় পুলিশ সুপার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে সহকারী পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত খন্দকার রুহুল আমিনকে এ র্যাংকব্যাজ পরানো হয়।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ লাইনে কর্মরত আরআই (পরিদর্শক সশস্ত্র) খন্দকার রুহুল আমিন পুলিশ পরিদর্শক হতে সহকারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হয়। খন্দকার রুহুল আমিন ঝিনাইদহ জেলায় সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পারিবারিক জীবনে তিন কন্যা সন্তানের জনক। তিনি ১৯৮৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। পরবর্তীতে দক্ষতার ভিত্তিতে তিনি পর্যায়ক্রমে পদোন্নতি লাভ করেন।
চাকুরি জীবনে তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশ, র্যাব, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টার, আরআই(খুলনা, বাগেরহাট, চুয়াডাঙ্গা) হিসেবে পেশাদারিত্বের সাথে অর্পিত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
উক্ত র্যাংকব্যাজ পরিধান অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ।



