চুয়াডাঙ্গায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার 

চুয়াডাঙ্গায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার  চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা সার্কিট হাউস মিলনায়তনে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবং জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকার আয়োজনে প্রশিক্ষনে  ৪১টি ইউনিয়নের ৪১ জন দফাদারদের অংশগ্রহণ করেন। 

 “গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গত ২১ অক্টোবর কর্মশালার শুরু হয় গতকাল বৃহস্পতিবার শেষ হয়।  

এই প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দায়িত্ব, কর্তব্য, আচরণবিধি, প্রশাসনিক সমন্বয় ও মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা পালনের বিষয়ে তাদের দক্ষতা বৃদ্ধি করা। প্রশিক্ষণের মোট ১৮টি সেশনে অংশগ্রহণকারীদের তাত্ত্বিক ও ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করা হয়। এই সেশনগুলো পরিচালনা করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) প্রশিক্ষক, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর কর্মকর্তাবৃন্দ এবং জেলা রিসোর্স টিম (ডিআরটি) সদস্যবৃন্দ। প্রশিক্ষণ কর্মসূচির কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক  শারমিন আক্তার,  এবং কোর্স সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *