দামুড়হুদার হাউলী ইউনিয়ননে ওয়ার্ড মহিলা দলের কর্মীসভায়

দামুড়হুদা অফিস:

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ৩নং  ওয়ার্ডে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বেলা সাড়ে ৪টার ঘটিকায় জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে হাউলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহিলা দলের এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন,দামুড়হুদা থানা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীককের বিজয়  নিশ্চিত করার করার আহ্বান জানিয়ে তিনি বলেন,চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবু আগামী ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসন থেকে বিএনপির হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটযুদ্ধে অংশগ্রহণ করবেন। কাজেই আমাদের সবাইকেই এখন সংগঠিত হতে হবে এবং বাবু ভাইয়ের পাশে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের সংগ্রাম শুধু একজন প্রার্থীর নয়,এটি গণতন্ত্র পুনরুদ্ধা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই।আমরা বিশ্বাস করি আমাদের এই সংগ্রামে মহিলা দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী রওশনারা রানী’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির সভাপতি ইউসুফ আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ,যুগ্ম সম্পাদক মন্টু মিয়া,হাউলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম, ৩নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু হাসান,সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান,দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রকিবুল হাসান তোতা,উপজেলা মহিলা দলের সদস্য সালেহা বেগম,মহিলা নেত্রী রাবেয়া বেগম, বিথী সিদ্দিকী,উপজেলা বিএনপির নেতা রোকনুজ্জামান তোতাম,শামসুল হক সহ বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সভায় উপস্থিত বক্তারা বলেন,আজকের এই কর্মীসভা আমাদের দলকে নতুন করে ঐক্যবদ্ধ ও সংগঠিত হওয়ার বার্তা দিচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন—এই নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নারী নেতাকর্মীরা আমাদের শক্তি আমাদের প্রেরণা।আগামী নির্বাচনে আমাদের নারী নেতাকর্মীরা সাহসী ভূমিকা রাখবেন ও আজকে থেকেই পাড়ায় পাড়ায় ধানের শীষ প্রতীককের নির্বাচনী প্রচারণা চালাবে বলে আশা প্রকাশ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *