মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ভাষা সৈনিক মোহাম্মদ শাহজাহানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

স্টাফ রিপোর্টার

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দেশবরেণ্য শ্রমিক নেতা, ভাষা সৈনিক ও চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানের ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে শহরের শাহজাহান চত্বরের পদশোভা ভবনে এই সভা হয়। মোহাম্মদ শাহজাহান স্মৃতি সংসদের আয়োজনে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মোহাম্মদ শাহজাহান স্মৃতি সংসদের উপদেষ্টা, বিশিষ্ট্য সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৌহিদ হোসেন।

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ চুয়াডাঙ্গা জেলা কমিটির সম্পাদক কাজল মাহমুদের সঞ্চালনায় স্মরণ সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবেছ উদ্দীন, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, উপজেলা কমান্ডের আহ্বায়ক হাফিজুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, সাংবাদিক শাহ আলম সনি, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের যুগ্ম সম্পাদক ও সাংবাদিক মেহেরাব্বিন সানভী।

বক্তারা বলেন, ‘৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলার সব অধিকার আন্দোলনে মোহাম্মদ শাহজাহানের নেতৃত্ব ছিল উল্লেখ করার মত। ৫৪, ৬২, ৬৬ ও ৬৯’র গণ-আন্দোলনের মধ্যদিয়ে ধাপে ধাপে গড়ে ওঠা এক নক্ষত্র ছিলেন মোহাম্মদ শাহজাহান।

বক্তারা আরও বলেন, বাংলার অধিকারহারা মানুষের শেষ আশ্রয়স্থল ছিলেন মোহাম্মদ শাহজাহান। বর্তমান সমাজ ব্যবস্থায় তার মত উদারপন্থী ও সমাজতন্ত্র কায়েম করার স্বপ্ন দেখা নেতার বড়ই অভাব। স্মরণ সভা শেষে তার আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *