স্টাফ রিপোর্টার
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ ৩১ দফাকে তরুণ প্রজন্মের জন্য একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র পুনর্গঠনের পরিকল্পনা হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কোনো গতানুগতিক রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি দেশের মানুষের মুক্তির সনদ। এই কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার, প্রশাসনিক ভারসাম্য ও ন্যায়বিচার নিশ্চিত হবে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত অব্দি চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের বুড়োপাড়া, ধুতুরহাট, চন্ডিপুর, বেলেকান্দী, সুবদিয়া পাঁচ মাইল এলাকাসহ বিভিন্ন স্থানে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন করেন, বিএনপি ক্ষমতা চায় জনগণের কল্যাণে। আমরা ক্ষমতায় গেলে শুধু ভোটাধিকারই ফিরে আসবে না, বিচারহীনতার অবসান ঘটবে এবং প্রশাসন ও অর্থনীতি নতুনভাবে পুনর্গঠিত হবে। কৃষক, শ্রমিক, শিক্ষক, ব্যবসায়ীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষ ৩১ দফার প্রতিটি ধাপে নিজেদের জীবনের পরিবর্তনের বাস্তব প্রতিফলন দেখতে পাবেন। এই রূপরেখা বাস্তবায়িত হলে দেশে ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাহাবুব হক মাহবুব, পদ্ববিলা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরোবর জোয়ার্দার হিমু, সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দীন আহমদ, সাধারণ সম্পাদক মাসুদুর রায়হান কাজল, যুগ্ম সম্পাদক আজিবর মেম্বার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আরিফ হোসেন জোয়ার্দার সোনা, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক হাফিজুর রহমান হাবলু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার আরিফ, সিনিয়র যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মতিউর রহমান মিশর, সদর উপজেলা কৃষক দলের আহবায়ক সাজিবর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, পৌর ছাত্রদলের সদস্য শাহারুল আহমেদসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।