চুয়াডাঙ্গায় শ্রী শ্রী শ্যামাপূজার অনুষ্ঠানে বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেছেন, আজকের এই শুভ শ্যামাপূজার সন্ধ্যায় আমি চুয়াডাঙ্গার সকল সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিএনপি বিশ্বাস করে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের ঐক্যই আমাদের জাতীয় শক্তির মূল ভিত্তি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখায় আমরা অত্যন্ত স্পষ্ট করে বলেছি—’ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই মূলনীতির ভিত্তিতে প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার ভোগ করবেন।’ গতকাল সোমবার সদর উপজেলা কালীভান্ডারদহে বিখ্যাত শ্রী শ্রী শ্যামাপূজার উদ্বোধনকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমরা কেবল কথা দিচ্ছি না, আমরা অঙ্গীকার করছি। ৩১ দফায় আমরা আরও পরিষ্কার বলেছি: দলমত ও জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র-বৃহৎ সকল জাতি-গোষ্ঠীর সংবিধান প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও ধর্ম-কর্মের অধিকার, নাগরিক অধিকার এবং জীবন, সম্ভ্রম ও সম্পদের পূর্ণ নিরাপত্তা বিধান করা হবে। অতীতে যারা ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, উপাসনালয় ভাঙচুর এবং তাদের সম্পত্তি দখলের জন্য দায়ী ছিল, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, ‘আমরা জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই। ধানের শীষ আজ শুধু একটি নির্বাচনী প্রতীক নয়, এটি জনগণের আশা, আস্থা এবং মুক্তির প্রতীক। এই ঐক্য এবং সম্প্রীতির বন্ধন নিয়েই আমরা তারেক রহমানের নেতৃত্বে সাম্য, মানবিকতা ও ন্যায়বিচারের বাংলাদেশ গড়তে চাই।

শ্যামাপুজা উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত চিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার আরিফ, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, সহ – সভাপতি উবাদুল্লাহ উবাই, সদর উপজেলা যুবদলের সদস্য টুটুল, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এনায়েত উল্লা শেখ ইনা, সাধারণ সম্পাদক রোকোনুজ্জামান রোকন, কালী মন্দিরের সভাপতি শ্রী অসিত কুমার প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *