ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করায় ৭ বাংলাদেশী নারী-পুরুষ আটক

স্টাফ রিপোর্টার

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করায় ৭ বাংলাদেশী নারী ও পুরুষকে  আটক করা হয়েছে। গত দুই দিনে মহেশপুর সীমান্তে বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এছাড়াও আরো দুটি অভিযানে ভারতীয় মদ  উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

৫৮ বিজিবি জানায়, গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে  মাটিলা বিওপি’র  সীমান্ত-৫৩/২-এস এর নিকট  মকরধ্বজপুর গ্রামে  মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন বেলা ১২ টার দিকে  সামন্তা বিওপি’র  সীমান্ত পিলার-৫৯/১-এস এর কাছে  সামন্তা চারাতলাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। 

অপরদিকে সোমবার রাত ৮টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭৪-আর এর নিকট  মান্দারতলা গ্রামে হাবিলদার মোঃ আব্বাস আলীর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময়  বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকালে  ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের দালাল মাসুদ রানাসহ  (৩১) ৫ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।  এদের মধ্যে ১ জন পুরুষ-১,  ১ জন নারী-১ ও ২ জন শিশু। 

গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে বাঘাডাংগা বিওপি’র  সীমান্ত পিলার-৬০/২৯-আর এর কাছে হুদাপাড়া গ্রামে  হাবিলদার মোঃ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময়  অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টাকালে  ২ জন (পুরুষ-১ এবং নারী-১) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *