মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করায় ৩ বাংলাদেশী আটক, মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করায় ৩ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে বিজিবি অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ৩ জনের মধ্যে ১ জন নারী, ১ জন পুরুষ ও ১ শিশু রয়েছে। এছাড়া পৃথক ৩টি অভিযানে ফেন্সিডিল, ভায়াগ্রা ও ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। তবে কোন মাদকপাচারকারীকে আটক করতে পারেনি।

                  ৫৮ বিজিবি জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলার নিমতলা বিওপি’র সীমান্ত পিলার-৭৫/২ এস এর কাছে ঈশ্বরচন্দ্রপুর  গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই দিন রাত ১১টার দিকে জীবননগর মেদিনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৩/৩-এস হতে এর নিকট  হরিহরনগর গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১১ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৩০০ পিচ ভায়াগ্রা উদ্ধার করা হয়। গতকাল শনিবার বেলা ৩টার দিকে যাদবপুর বিওপি’র সীমান্ত পিলার-৪৯/৪ এস এর নিকট  পারগোপালপুর গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৩ বোতল ভারতীয় সিরাপ (ঔষধ) উদ্ধার করা হয়।

                  অপরদিকে গতকাল শনিবার সকাল ৮টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭৪ আর হতে এর নিকট  খোশালপুর গ্রামে হাবিলদার মোঃ গোলাম মাওলার নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশকালে  ৩ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *