স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়ন বিএনপির উদ্যোগে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টার দিকে জেহালা ইউনিয়ন পরিষদ মাঠে এ সমাবেশে তরুণদের ঢল নামে। ইউনিয়ন বিএনপির সভাপতি শাজেদুজ্জা মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ এখনো গভীর সংকটে রয়েছে। দেশকে অস্থিতিশীল করতে চলছে নানা ষড়যন্ত্র। দীর্ঘ ১৭ বছর ধরে দেশের তরুণ প্রজন্ম বেকারত্ব, অন্যায়, দুর্নীতি ও দমননীতির শিকার। অথচ এ তারুণ্যই হচ্ছে পরিবর্তনের চালিকাশক্তি। আমাদের সামনে আসন্ন জাতীয় নির্বাচন, আর এই নির্বাচন কেবল ক্ষমতা পরিবর্তনের নয়, এটি হবে রাষ্ট্র কাঠামো সংস্কারের সংগ্রাম। তারেক রহমানের প্রণীত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি হলো নতুন বাংলাদেশের রূপরেখা, যেখানে তরুণদের নেতৃত্বে গড়ে উঠবে ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও জনগণের সরকার।
তিনি আরও বলেন, ‘আজ দেশের প্রতিটি ইউনিয়ন, প্রতিটি গ্রাম থেকে আমরা তারুণ্যের জাগরণ দেখতে পাচ্ছি। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের আশা ও মুক্তির প্রতীক। বিএনপি বিশ্বাস করে, তরুণরাই গণতন্ত্র পুনরুদ্ধারের মূল শক্তি। তাই আমি আহ্বান জানাই, আসন্ন নির্বাচনে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করুন। এই সংগ্রাম হলো জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রাম, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান আলা, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক স্বরাজ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার আরিফ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, ইউনিয়ন যুবদল নেতা আবিদ, রুবেল কাউন্সিলর ও রনি আহমেদ। সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় পাঁচ শতাধিক তরুণ অংশ নেন। তারা ধানের শীষের পক্ষে স্লোগান ও প্রচারণার মাধ্যমে আসন্ন নির্বাচনে পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন।
জেহালায় তারুণ্যের সমাবেশে শরীফুজ্জামান শরীফ
তরুণদের নেতৃত্বে গড়ে উঠবে ন্যায়ভিত্তিক জনগণের সরকার
স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়ন বিএনপির উদ্যোগে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টার দিকে জেহালা ইউনিয়ন পরিষদ মাঠে এ সমাবেশে তরুণদের ঢল নামে। ইউনিয়ন বিএনপির সভাপতি শাজেদুজ্জা মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ এখনো গভীর সংকটে রয়েছে। দেশকে অস্থিতিশীল করতে চলছে নানা ষড়যন্ত্র। দীর্ঘ ১৭ বছর ধরে দেশের তরুণ প্রজন্ম বেকারত্ব, অন্যায়, দুর্নীতি ও দমননীতির শিকার। অথচ এ তারুণ্যই হচ্ছে পরিবর্তনের চালিকাশক্তি। আমাদের সামনে আসন্ন জাতীয় নির্বাচন, আর এই নির্বাচন কেবল ক্ষমতা পরিবর্তনের নয়, এটি হবে রাষ্ট্র কাঠামো সংস্কারের সংগ্রাম। তারেক রহমানের প্রণীত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি হলো নতুন বাংলাদেশের রূপরেখা, যেখানে তরুণদের নেতৃত্বে গড়ে উঠবে ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও জনগণের সরকার।
তিনি আরও বলেন, ‘আজ দেশের প্রতিটি ইউনিয়ন, প্রতিটি গ্রাম থেকে আমরা তারুণ্যের জাগরণ দেখতে পাচ্ছি। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের আশা ও মুক্তির প্রতীক। বিএনপি বিশ্বাস করে, তরুণরাই গণতন্ত্র পুনরুদ্ধারের মূল শক্তি। তাই আমি আহ্বান জানাই, আসন্ন নির্বাচনে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করুন। এই সংগ্রাম হলো জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রাম, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান আলা, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক স্বরাজ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার আরিফ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, ইউনিয়ন যুবদল নেতা আবিদ, রুবেল কাউন্সিলর ও রনি আহমেদ। সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় পাঁচ শতাধিক তরুণ অংশ নেন। তারা ধানের শীষের পক্ষে স্লোগান ও প্রচারণার মাধ্যমে আসন্ন নির্বাচনে পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন।