লালন উৎসবে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালো গাংনীর মোমিনুল

মেহেরপুর অফিস

কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন উৎসবে গিয়ে ট্রেনের ধাক্কায় মোমিনুল ইসলাম (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোমিনুল মেহেরপুরের গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর ধলা গ্রামের লিয়াকত আলীর ছেলে।

মোমিনুলের বন্ধু রাকেশ বলেন, কুষ্টিয়ায় লালনের তিরোধান দিবসের অনুষ্ঠানে যাওয়ার জন্য গত শুক্রবার বিকেলে গ্রামের কয়েকজন বন্ধুকে নিয়ে তারা রওনা দেয়। মেলায় ঘোরাঘুরি শেষে রাতে ক্লান্ত হয়ে তারা ট্রেনলাইনের পাশে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় হঠাৎ ট্রেন চলে আসায় দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলেও মোমিনুলের মাথায় ট্রেনের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

নিহতের মা মেমিনা খাতুন জানান, আমার ছেলে বন্ধুদের সাথে লালনের মাজারে অনুষ্ঠানে যাওয়ার কথা বলে শুক্রবার বিকেল ৩টার দিকে বাড়ি থেকে বের হয়। মধ্যরাতে ফোনে জানতে পারি, আমার ছেলে আর বেঁচে নেই, শুনেছি ট্রেনের ধাক্কায় মারা গেছে।

কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়ায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *