আলমডাঙ্গা শ্রমিক কল্যাণ ফেডারেশনের রিক্সা-ভ্যান শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে রিক্সা-ভ্যান শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা শাখার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাঃ আখতারুজ্জামান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- শ্রমিকদের অবহেলিত রেখে বাংলাদেশ কখনোই বৈষম্যমুক্ত হতে পারে না। শ্রমিক ছাড়া দেশের কোন উন্নতি ঘটানো সম্ভব নয়। তাই শ্রমিকদের মর্যাদা রক্ষা করা মানে জাতির মর্যাদা রক্ষা করা। ‎আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে বলতে চাই— শ্রমিক আল্লাহর বন্ধু, তাই তাদের সম্মান ও অধিকার নিশ্চিত করা আমাদের ঈমানি দায়িত্ব।

‎রিক্সা ও ভ্যান শ্রমিকেরা দিনের পর দিন কঠোর পরিশ্রম করে আমাদের জীবনকে সহজ করছে। তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শ্রমিকের সন্তুষ্টি না থাকলে দেশের উৎপাদন ব্যাহত হবে, উন্নয়ন স্থবির হয়ে যাবে। তাই আমরা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য সর্বাত্মকভাবে কাজ করছি ও করবো ইনশাআল্লাহ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের আমীর চুয়াডাঙ্গার ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো: রুহুল আমিন। তিনি তার বক্তব্যে বলেন এই দেশের শ্রমজীবী মানুষই আমাদের আন্দোলনের শক্তি, আমাদের পরিবর্তনের প্রেরণা। জুলাইয়ের গণঅভ্যুত্থানে রিক্সা-ভ্যান চালক ভাইয়েরা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন— আমরা সেই ত্যাগ কখনও ভুলব না। আপনাদেরই শক্তিতে আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো, ইনশাআল্লাহ। শ্রমিকদের ঐক্যের প্রচেষ্টায় আগামীর বাংলাদেশ ইনসাফ ভিত্তিক বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আলমডাঙ্গায় সাধারণ মেহনতি মানুষ ও রিক্সা-ভ্যান চালকদের জন্য একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। আপনাদের জীবনের নিরাপত্তা, সন্তানদের শিক্ষার সুযোগ এবং শ্রমিক কল্যাণের নিশ্চয়তা দিতে আমরা কাজ করে যাবো। সুতরাং আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন— আপনার ভোটই পরিবর্তনের সূচনা করবে।

বিশেষ অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য প্রার্থী সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি কাইয়ুম উদ্দিন হীরক, জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, জেলা যুব বিভাগের সভাপতি ও চুয়াডাঙ্গা ১ আসনের নির্বাচন পরিচালক শেখ নুর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, পৌর জামায়াতের আমির মোহাম্মদ মেহের আলী, সেক্রেটারি মুসলিম উদ্দিন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর শাখার সভাপতি মোহাম্মদ সাহিন শাহেদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *