আলমডাঙ্গা উদ্ভাস সাহিত্য সংস্থার উদ্যোগে বাংলা সাহিত্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উদ্ভাস সাহিত্য সংস্থার উদ্যোগে বাংলা সাহিত্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে অনুষ্ঠানের সেমিনারে সভাপতিত্ব করেন চলচ্চিত্র পরিচালক রাষ্ট্রবিজ্ঞান অভিজ্ঞ জন আলফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক ইকবাল হোসেন মিয়া।
তিনি তার বক্তব্যে বলেন সাহিত্য মানুষের আনন্দ, বেদনা, প্রেম, ঘৃণা, আশা ও নিরাশার মতো গভীর অনুভূতিগুলোকে প্রকাশ করে। সাহিত্য জীবনের ঘটনা, ইতিহাস, সমাজ ও বিজ্ঞানের মতো বিভিন্ন বিষয়কে শৈল্পিক ছাঁচে ফেলে উপস্থাপন করে। সাহিত্য পাঠকের মনে গভীর আবেদন তৈরি করে এবং তাকে ভাবতে উৎসাহিত করে, যা সাহিত্যকে একটি শক্তিশালী মাধ্যমে পরিণত করে।
বিশেষ অতিথি ছিলেন- কবি ও গল্পকার আনোয়ার রশিদ সাগর, কথা সাহিত্যিক পিন্টু রহমান, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, সিনিয়র সাংবাদিক রহমান মুকুল, উদ্ভাস সাহিত্য সংস্থার সভাপতি কবি কহন কুদ্দুস, মানবাধিকার কর্মি প্রভাষক খাইরুল ইসলাম, বিশিষ্ট ছড়াকার শিক্ষক মানোয়ার হোসেন। বিশিষ্ট নাট্যকার এইচ আর জীবনের পরিচালনায় বক্তব্য রাখেন কবি গোলাম রহমান চৌধুরী, কবি সীমা সাহা, সাহিত্যকর্মী শাহ হামিদুল হক প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *