মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় রাইপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। রাইপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আরেফিন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সাংগঠনিক সম্পাদক আব্দাল হক। রাইপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলামিন হোসেন ও যুবদলের সাধারণ সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মুনসাদ আলী।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক বলেন, একদল ধর্ম ব্যবসায়ী জান্নাত বিক্রি করে ক্ষমতায় বসতে চায়। জান্নাত কারো বাপ-দাদার সম্পত্তি নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে হলে সকলকে ব্যাক্তি দ্বন্দ ভুলে ধানের শীষে ভোট করতে হবে। যুবদলকে সজাগ থাকতে হবে আগামী নির্বাচন সহজ হবে না। প্রতিটি ওয়ার্ডে যুবদল সক্রিয় হলে বিএনপি সরকার গঠন করবে। এসময় রাইপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের যুবদলের নেতাকর্মী এ কর্মী সভায় অংশগ্রহন করে।
গাংনীতে রাইপুর ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
