দামুড়হুদা অফিস
দামুড়হুদার দশমী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শতশত ফুটবল প্রেমী দর্শকদের উপস্থিতে নওজোয়ান সংঘ বনাম কার্পাসডাঙ্গা সুপার স্টার ক্লাবের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টার দিকে দামুড়হুদা পাইলট হাইস্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নওজোয়ান সংঘ ৩-০ গোলে কার্পাসডাঙ্গা সুপার স্টার ক্লাবকে পরাজিত করে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন নওজোয়ান সংঘের ৮নং জার্সি পরিহিত খেলোয়াড় তরুণ, টুর্নামেন্ট সেরা খেলোয়ার নওজোয়ান সংঘের ইব্রাহিম, ফেয়ার প্লেয়ার নির্বাচিত হন কার্পাসডাঙ্গা সুপার স্টার ক্লাবের ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় সিফাত। রেফারি হিসাবে ছিলেন রানা আহমেদ, টুটুল হোসেন, ইমাম হোসেন। ধারাভাষ্য ছিলেন শামীম খাঁন টুর্নামেন্ট কমিটির আহবায়ক একরামুল হোসেন মেম্বারের সভাপতিত্বে এসময় উপস্থিত থেকে পুরুষ্কার তুলে দেন, সাবেক ফুটবলার আবদুল মান্নান, ইউসুফ আলী, নওশাদ মোল্লা, নজরুল ইসলাম, গোলাম হোসেন, শহিদ আজম সদু, কালি পচা মাষ্টার, কউসার আলী, আলাউদ্দীন আলা, আজিজুল ইসলাম, মনসুর মন্ডল, ফিরোজ মিয়া, জুলু মন্ডল, ভাদু মন্ডল, নুর মোহাম্মদ নরু, টুর্নামেন্ট কমিটির যুগ্ম-আহবায়ক আমিনুল ইসলাম রশিদ।
এসময় আরো উপস্তিত ছিলেন- টুর্নামেন্ট কমিটির সদস্য আব্বাস, জানু, খোরসেদ, জাহাঙ্গীর, মামুন, দিপু, রাজু, রুহুল, ইউনুস, শুভ, হাকিম, সজিব, জিল্লু, আসিক, মোস্তাক, আবু হোসেন প্রমূখ।
দামুড়হুদায় দশমী গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় নওজোয়ান সংঘ জয়ী
