চুয়াডাঙ্গা পৌর এলাকায় নির্বাচনী প্রচারণায় জেলা বিএনপি নেতা শরীফ, তারেক রহমানের নেতৃত্বে সম্প্রীতির দেশ গঠনে আমরা অবিচল

স্টাফ রিপোর্টার


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে চুয়াডাঙ্গা পৌর এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৪টা থেকে চুয়াডাঙ্গা পৌর কলেজ রোড থেকে গণসংযোগ শুরু হয়। পরে তা কানা পুকুরপাড়া মোড়, একাডেমি মোড়, রেলপাড়া, শেকররাতলা মোড় হয়ে বাগানপাড়া ও ইসলামপাড়া মোড় পর্যন্ত চলে। এ সময় শরীফুজ্জামান শরীফ স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময়কালে তিনি বলেন, ‘আসন্ন নির্বাচন হবে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। বিএনপি সবসময় জনগণের দল, আর ধানের শীষ মানুষের আশা, আস্থা ও পরিবর্তনের প্রতীক। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ঘরে ঘরে ধানের শীষের ভিত্তি গড়ে তোলাই এখন মূল লক্ষ্য।’
শরীফুজ্জামান শরীফ বলেন, ‘মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই বিএনপির নৈতিক ও মানবিক দায়িত্ব। রাজনীতি মানে শুধু ক্ষমতায় যাওয়া নয়, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি।’ তিনি আরও বলেন, ‘আমি চাই, চুয়াডাঙ্গার প্রতিটি মানুষ জানুক-তারা একা নয়। জেলা বিএনপি সবসময় জনগণের সুখে-দুঃখে পাশে ছিল, আছে এবং থাকবে।’
লিফলেট বিতরণ ও মতবিনিময়কালে তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা রূপরেখা দেশের মানুষের মুক্তির সনদ। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।’ তিনি বলেন, ‘আমরা জনগণের পক্ষে আছি। তারেক রহমানের নেতৃত্বে সাম্য, মানবিকতা ও সম্প্রীতির বাংলাদেশ গঠনের লড়াইয়ে আমরা অবিচল থাকব।’
জেলা বিএনপির এই নেতা বলেন, ‘তারেক রহমানের ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র পুনর্গঠনের পরিকল্পনা। এই কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার, প্রশাসনিক ভারসাম্য ও ন্যায়বিচার নিশ্চিত হবে। তরুণ প্রজন্মকে এই রূপরেখা জানতে হবে এবং দেশ পুনর্গঠনের অগ্রযাত্রায় যুক্ত হতে হবে, কারণ তারাই আগামী বাংলাদেশের চালিকাশক্তি।’
প্রচারণায় শরীফুজ্জামান শরীফের সঙ্গে ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর আবুল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, যুগ্ম সম্পাদক মখছেদুর রহমান মিল্টন, যুগ্ম সম্পাদক শেখ মিনহাজ উদ্দিন বিশ্বাস, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম এবং জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দার সোনা।
এছাড়াও উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন হাসান কাকন, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, জেলা শ্রমিক দলের নেতা রাশেদুল ইসলাম রাশেদ, বাংলাদেশ দোকান মালিক সমিতির আহ্বায়ক মনজুর লার্জ, সদস্য সচিব সুমন পারভেজ খান, পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হাবজি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার আরিফ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, যুগ্ম সম্পাদক নাইম আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য শাহারু আহমেদ, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন মণ্ডল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লাল, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পল্লব, মিনহাজ উদ্দিন বিশ্বাস এবং ৫নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পিয়াস আহমেদ।
ধানের শীষের পক্ষে পরিচালিত এ প্রচারণায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন। গণসংযোগকালে তারা এলাকাবাসীর কাছে পতিত ফ্যাসিস্ট সরকারের দমননীতির বিরুদ্ধে ভোটের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *