উথলীতে ধান ফসলে পোকামাকড়ের উপস্থিতি নির্ণয়ের জন্য আলোক ফাঁদ স্থাপন

জীবননগর অফিস

জীবননগর উপজেলার উথলীতে আমন ধান ফসলে ক্ষতিকারক ও উপকারী পোকামাকড় নির্ণয়ের জন্য আলোক ফাঁদ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জীবননগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে সোমবার সন্ধ্যা ৭ টায় উথলী গ্রামের ইটখোলা মাঠে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। আমন ধান ফসলে বিভিন্ন প্রকার পোকামাকড়ের উপস্থিতি সনাক্তকরণ ও ক্ষতিকারক পোকামাকড় দমনে কৃষকদের কার্যকরী পদক্ষেপ গ্রহণের লক্ষে আলোক ফাঁদ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন।কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের ফসলে দুই ধরনের পোকামাকড় আছে। একটা ক্ষতিকর পোকা ও অপরটি উপকারী পোকা।কিন্তু আমরা সঠিকভাবে পোকামাকড় নির্ণয় না করে কীটনাশক স্প্রে করে সব পোকা একসাথে ধ্বংস করে ফেলি। উপকারী পোকা ফসলের জন্য খুবই উপকার। এই পোকা পরাগায়নের সহায়তা করে ও ক্ষতিকারক পোকামাকড় খেয়ে ফেলে। আপনারা বাস্তবভিত্তিক পোকামাকড় সনাক্তকরণের মাধ্যমে কাঙ্খিত পরামর্শ পেতে পারেন সেই লক্ষ্যে এই আলোক ফাঁদ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এসময় জীবননগর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইয়াছিন আলী, উথলী ব্লকের কৃষক সংগঠনের সভাপতি নাসির উদ্দীন লিটন, সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন সহ কৃষক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *