দর্শনা প্রতিনিধি
দর্শনায় পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক সম্রাট মগরব আলী (৪৪) গ্রেফতার করেছে। পুলিশ জানায়, সোমবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে দর্শনা দক্ষিণ চাঁদপুর বাসস্ট্যান্ডপাড়া এলাকায় মিঠাই ঘরের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীরের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে। অভিযানে মগরব আলীর কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, মগরব আলী দীর্ঘদিন ধরে দর্শনা এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে । গ্রেফতারকৃত মগরব আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দর্শনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ওসি মুহাম্মদ শহীদ তিতুমীর বলেন, দর্শনা থানা এলাকায় মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।