স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১৪ বাংলাদেশী নারী–পুরুষকে আটক করা হয়েছে। গত দুই দিনে বিজিবি পৃথক ৩টি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটকৃতদের মধ্যে ৮ জন নারী, ৪ জন পুরুষ ও ২ জন শিশু রয়েছে। এছাড়াও আরো একটি অভিযানে আসামীবিহীন ভারতীয় ১ হাজার ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
৫৮–বিজিবি জানায়, গতকাল রবিবার ভোর রাত ৫টার দিকে সামন্তা বিওপি’র সীমান্ত পিলার ৫৯/১–এস এর নিকটে সামন্তা চারাতলাপাড়া গ্রামে অভিযান চালিয়ে আসামীবিহীন ১০১০ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে শনিবার দুপুর ১টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার ৬০/৭৪–আর এর নিকটে খোশালপুর গ্রামে হাবিলদার মোঃ নুরুজ্জামান হাওলাদারের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ২ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। পরে গতকাল সকাল সাড়ে ৮টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার ৬০/৭৪–আর এর নিকট খোশালপুর গ্রামে হাবিলদার মোঃ নুরুজ্জামান হাওলাদারের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টকালে ৫ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এর মধ্যে ২ জন নারী, ২ জন শিশু ও ১ জন পুরুষ। আটক পুরুষ সদস্য হলো নড়াইল জেলার লোহাগড়া থানার ধলইতলা গ্রামের মুসা শেখ (৫২)। একই দিন বেলা ১১টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার ৬০/৩১–আর এর কাছে হুদাপাড়া গ্রামে সুবেদার মোঃ আতিয়ার রহমানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার প্রস্তুতির সময় ৭ জন (পুরুষ–৩ এবং নারী–৪) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এর মধ্যে পুরুষ ৩ জন ও নারী ৪ জন। আটককৃত পুরুষ ধুরের নাম ঠিকানা । সাতক্ষীরা জেলার কলারোয়া থানার বাদশা গ্রামের জুবায়ের আহমেদ (২১), মাদারীপুর জেলার রাবৈর থানার খলিয়া দক্ষিণপাড়া গ্রামের চিম্মই শিকারী (২১) ও সাতক্ষীরা জেলার কলারোয়া থানার বোয়ালিয়া গ্রামের শাহিনুর রহমান (৩৬)।