চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির উদ্যোগে মির্জা শিপলুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া

স্টাফ রিপোর্টার

সদ্য প্রয়াত চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে সদর উপজেলা বিএনপির আয়োজনে মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক শরীফুজ্জামান সুমন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেনসদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দার সোনা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মহাবুল হক মহাবুব, সহসভাপতি এবাদত হোসেন, জেলা ছাত্রদলের সহসভাপতি সাইফুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম. . হাসান।

আরও উপস্থিত ছিলেনসদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহাবুব ইসলাম, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রুবেল, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শেখন সাধারণ সম্পাদক আব্দুল ছালাম, পদবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরোবর জোয়ার্দার হিমু সাধারণ সম্পাদক মাসুদুর রহমান কাজল, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন ঢালী সাধারণ সম্পাদক আখতার হোসেন, মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি নূর গনী সামদানী সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটনসহ বিএনপি অঙ্গ  সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এর আগে, চুয়াডাঙ্গা জেলা বিএনপি প্রয়াত নেতার পরিবারের উদ্যোগে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত রোববার ঢাকার ধানমণ্ডিতে মেজ ভাইয়ের বাসায় স্ট্রোকে মারা যান চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তৃণমূলের জনপ্রিয় নেতা মির্জা ফরিদুল ইসলাম শিপলু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। সেদিন আসরের নামাজের পর ঢাকার মোহাম্মদপুরের আল মারকাজুল ইসলাম আল মাদানি মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাত দেড়টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সে তিনি শেষবারের মতো ফিরে আসেন প্রিয় শহর চুয়াডাঙ্গায়। পরদিন সোমবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে দ্বিতীয় জানাজা শেষে জান্নাতুল মওলা কবরস্থানে দাফন করা হয় তাঁকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *