আব্দুর রহমান অনিক, দর্শনা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদকজয়ী তরুণ উদ্ভাবক জাহিদ হাসান জিহাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে সংগঠনটি। তরুণ এই গবেষকের মেধা, পরিশ্রম ও সাফল্যের প্রতি শ্রদ্ধা জানাতেই এ উদ্যোগ নেওয়া হয়।
দর্শনা সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ও চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাবের প্রতিষ্ঠাতা জাহিদ হাসান জিহাদ সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন (ডওঈঊ)-২০২৫’-এ তাঁর তৈরি ‘হেক্সাগার্ড রোভার’ রোবট দিয়ে স্বর্ণপদক অর্জন করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। বিশ্বের প্রায় দুই শতাধিক প্রতিযোগী দলের মধ্যে থেকে জিহাদের উদ্ভাবন আইটি ও রোবোটিক্স ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হয়। তারেক রহমানের পক্ষ থেকে তরুণ উদ্ভাবককে শুভেচ্ছা ও অনুপ্রেরণা দিতে গতকাল শনিবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার ৫নং ওয়ার্ডের পরানপুরে জিহাদের বাড়িতে যান আমরা বিএনপি পরিবারএর একটি প্রতিনিধি দল।
এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপি সভাপতি ও বিএনপি’র উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু, সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, মো. আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, দর্শনা পৌর বিএনপির সাবেক কাউন্সিলর ও সমন্বয়ক কমিটির সদস্য শরীফ উদ্দিন, নাহারুল ইসলাম মাস্টার, ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, দর্শনা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন।
এছাড়া ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদাত হোসেন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, বিএনপির সিনিয়র নেতা আজিজুল ইসলাম, মনিরুল ইসলাম, মমিনুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন রিংকু এবং কৃষকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দল তরুণ উদ্ভাবক জিহাদকে ফুল ও সম্মাননা স্মারক প্রদান করে এবং তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা ও আর্থিক সহযোগিতা পৌঁছে দেয়। এ সময় জিহাদের সঙ্গে উপস্থিত ছিলেন তার মা মোছা. নাসিমা খাতুন, বোন সুমাইয়া তাসমিন ঈশিতা, এবং গবেষণা দলের সদস্য খাজা মুদাছির ইবনে আজম, মো. স্বপন আলী, আসাদুজ্জামান সাব্বির, সাব্বির হাসান, মো. মজিতুল ইসলাম সিফাত, নাসিম হোসেন নূর, হাসিবুল হাসান।
সৌজন্য সাক্ষাতের সময় চুয়াডাঙ্গা জেলা বিএনপি সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, চুয়াডাঙ্গার তরুণ উদ্ভাবক জিহাদের সাফল্য আমাদের গর্বিত করেছে। এমন মেধাবী তরুণদের হাতেই বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপদ ও উজ্জ্বল। জিহাদের মেধা ও উদ্ভাবন বাংলাদেশের তরুণ সমাজের জন্য এক অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে এমনটাই জানিয়েছেন উপস্থিত নেতারা।
উল্লেখ্য দর্শনা পৌর এলাকার পরানপুর গ্রামের জয়নাল আবেদীন ও নাসিমা খাতুনের ছেলে জাহিদ হাসান জিহাদ। মধ্যবিত্ত ঘরের সন্তান জিহাদ ছেলেবেলা থেকেই আবিষ্কারের নেশায় মত্ত। সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনোভেশন কমপিটিশন অ্যান্ড এক্সিবিশনে (ওয়াইস) ২০২৫ ‘হেক্সাগার্ড রোভার’ রোবটটি সেরা নির্বাচিত হয়ে স্বর্ণপদক অর্জন করেছে।