শতভাগ বোনাস ও বাড়িভাড়াসহ চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে চুয়াডাঙ্গা-মেহেরপুরে শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এমপিও ভুক্ত কলেজ, স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের ৫০% বাড়ি ভাড়া, ১০০% বোনাস, ১৫শ টাকা চিকিৎসা ভাতা, এবতেদায়ি মাদরাসাও নন এমপিও ভুক্ত ও অবসরপ্রাপ্ত  শিক্ষকদের  কল্যাণ তহবিল ও অবসর সুবিধা দ্রুত পরিশোধের দাবি করেছে সংগঠনটির নেতৃবৃন্দ।

শনিবার সকাল সাড়ে দশটায় কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সামনে থেকে মিছিলের মাধ্যমে কর্মসূচি  সূচনা হয়। কালেক্টরেট স্কুল এন্ড কলেজ  থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কটি প্রদক্ষিণ শেষে শহীদ হাসান চত্বরে এসে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা আজিজুর রহমান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা আজিজুর রহমান বলেন, এমপিও ভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের ৫০% বাড়ি ভাড়া, ১০০% বোনাস, ১৫শ টাকা চিকিৎসা ভাতা, এবতেদায়ি মাদরাসা ও নন এমপিও ভুক্ত শিক্ষক – কর্মচারীদের  চাকুরী এমপিও ভুক্ত করণ ও শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ তহবিল পাওনাদি দ্রুত পরিশোধ করতে হবে। দীর্ঘদিন ধরে সরকার এমপিও শিক্ষকদের সাথে তামাশা শুরু করেছে। আমাদের দাবি মানতে হবে। ন্যায্য দাবি না মানলে আগামীতে রাজপথে নামবো। আর তাই শিক্ষকদের দাবি আদায় করেই ছাড়বো। আমাদের বছরের ঈদ বোনাস সবকিছু সঠিক ভাবে শিক্ষকদের বণ্টন করে দিতে হবে।  তিনি আরে বলেন, দেশের যারা উপদেষ্টা তাদেরকে বলতে চায় শিক্ষক জাতির কারিগর হিসেবে কাজ করে। চিকিৎসা ভাতা, ওষুধ ভাতাও বাড়ি ভাড়া ও ১০০ শতাংশ বোনাস আমাদের এই দাবি মানতে হবে। আদর্শ শিক্ষক ফেডারেশনের এগুলো যৌক্তিক দাবি।  শিক্ষকদের বেতন ভাতার বৈষম্য দুর করতে হবে। একাধিকবার আমাদের ভাতা দেয়ার কথা বললেও দেয়নি সরকার। তাই শিক্ষকদের যৌক্তিক এই দাবি মানতে হবে।

সমাবেশে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারির  ও জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা এ্যাড. মাসুদ পারভেজ রাসেল  বলেন, এই দেশকে সামনে এগিয়ে দেয়ার জন্য যাদের নেতৃত্বে দেশের সন্তানরা আলোকিত হয় তারা হচ্ছে শিক্ষক। শিক্ষকরা যে দাবিগুলো করছে আমরা মনে করি এটা তাদের যৌক্তিক দাবি। তাদের বেতন ভাতা অর্ধেক এটি মানা যায় না। বর্তমান সরকারকে জানায় শিক্ষকদের  এই দাবিগুলো মানতে হবে। দেশের জাতি গঠনে ও সার্বভৌমত্ব রক্ষা নিশ্চিত করার জন্য শিক্ষকদের সর্বোচ্চ সম্মানের ভুমিকায় নিয়ে যেতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি শাহজাহান আলী,  জেলা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর হোসেন, আলমডাঙ্গা নওলামারি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল লতিফ কলম,  দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাজিল মাদ্রাসার  প্রিন্সিপাল মাওয়ালানা জুলফিকার আলী,বদরগঞ্জ বাকিবিল্লাহ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল  রুহুল আমিন জীবননগর থানা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আব্দল খালেক প্রমুখ। সমাবেশে মঞ্চে আরোও উপস্থিত ছিলেন, আদর্শ শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক শফিউল আলম বকুল, সহ সভাপতি মাওলানা জহুরুল ইসলাম, আদর্শ শিক্ষক পরিষদের  সভাপতি দামুড়হুদা পাটাচুড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী ও চুয়াডাঙ্গা আদর্শ কেদারগঞ্জ মাধ্যীমক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন প্রমুখ।

মেহেরপুর অফিস জানায়, শতভাগ বোনাস, ২০ থেকে ৪৫ শতাংশ বাড়িভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসাভাতা বৃদ্ধির দাবিতে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত। গতকাল শনিবার সকাল ১১টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে আদর্শ শিক্ষক পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নেতৃত্ব দেন আদর্শ শিক্ষক পরিষদের মেহেরপুর সভাপতি আল আমিন ইসলাম বকুল। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, শিক্ষক নেতা মাহবুবুর রহমান, রুহুল আমিন, রফিকুল ইসলাম, খাঁন জাহান আলী ও মোশারফ হোসেনসহ অন্যান্য শিক্ষক নেতারা। বক্তারা বলেন, সরকার শিক্ষাবান্ধব নীতি গ্রহণ করেছে, কিন্তু ঘোষিত সুবিধা এখনও বাস্তবায়ন হয়নি। শিক্ষক সমাজ দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা আশা করছি, প্রতিশ্রুত ২০ শতাংশ বাড়িভাতা ও চিকিৎসাভাতা দ্রুত কার্যকর করা হবে।

গাংনী অফিস জানায়, শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি মোতাবেক ২০% বাড়িভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসাভাতার দাবীতে মেহেরপুরের গাংনীতে মানব বন্ধন করেছেন শিক্ষকগণ। গতকাল শনিবার বেলা ১১টায় গাংনী প্রেসক্লাবের সামনে গাংনী শিক্ষা পরিবারের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি গাংনী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সায়েম হক পল্টু ও গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, গাংনী উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম আজাদ স্বপন, বাংলাদেশ শিক্ষক সমিতির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ জাকির হোসেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির গাংনী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মকলেসুর রহমান, তেরাইল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিনারুল ইসলাম, গাংনী মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক আমিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জামাল হোসেন, গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা, দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রফিকুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতির মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আল হেলাল, কাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *