স্টাফ রিপোর্টার
বিনা পাসপার্টে ভারতে যাওয়ার চেষ্টাকালে ১১ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করা হয়েছে। গত দুই দিনে মহেশপুর বিজিবি পৃথক ২টি অভিযানে তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে ৪ জন পুরুষ, ৬ জন নারী ও ১ জন শিশু রয়েছে। এছাড়াও আরো দুটি অভিযানে ৬৩ বোতল মদ উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান প্রেসবিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে যাদবপুর বিওপি’র সীমান্ত পিলার ৪৯/৪-এস এর কাছে বেতবাড়িয়া গ্রামে হাবিলদার মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। গতকাল শনিবার ভোর ৫টার দিকে জীবননগর বেনীপুর বিওপি’র সীমান্ত পিলার ৬২/৫-এস এর কাছে নবদূর্গাপুর গ্রামে হাবিলদার মোঃ ইসলাম আলী মোল্লার নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল বেলা সাড়ে ১২টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার ৬০/৩৭-আর এর নিকট বাঘাডাংগা গ্রামে হাবিলদার মোঃ সাইফুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৫ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এদের মধ্যে ১ জন পুরুষ, ৩ জন নারী ও ১ জন শিশু। এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার ৬০/৩১-আর এর নিকট হুদাপাড়া গ্রামে হাবিলদার মোঃ সাইফুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৬ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এদের মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী। আটককৃত পুরুষ সদস্যরা হলো নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরকাকড়া গ্রামের মোঃ জাহেদ হোসেন (৩৫), গোপালগঞ্জ জেলার মুকসুদপুর গ্রামের গোয়ালগ্রামের সঞ্জিৎ বাড়ৈ (৪৩) ও ফরিদুপর জেলার সদরপুর থানার সুশিল সরকার (৩০)।