মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের গাড়াডোব গ্রামে সরকারি সার বিতরণ নিয়ে স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদে প্রকৃত ঘটনা আড়াল করা হয়েছে বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ধানখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান। শুক্রবার বিকেলে গাড়াডোব গ্রামে নিজ কার্যালয়ে তিনি এক বিবৃতিতে এ দাবী করেন।
আখেরুজ্জামান বলেন, আমার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা বিভ্রান্তিকর। এতে মূল ঘটনা গোপন রেখে আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। বাস্তবে আমি একজন ভুক্তভোগী। গাড়াডোব একটি কৃষিপ্রধান গ্রাম। এ মাসে সরকারিভাবে বিসিআইসি ডিলার ও সাব-ডিলারের মাধ্যমে দুই উৎস থেকে মোট ৩৬ বস্তা সার পাওয়া যায়। এছাড়াও বিএডিসি ও অন্যান্য উৎস থেকে প্রাপ্ত সারগুলো একত্র করে, কৃষকদের প্রয়োজন ও জমির প্রস্তুতির ভিত্তিতে ধাপে ধাপে বিতরণের ব্যবস্থা করা হয়েছে। যাদের আগে প্রয়োজন, তাদের আগে, যাদের পরে প্রয়োজন, তাদের পরে সার দেওয়া হচ্ছে। এটি কোনো একক সিদ্ধান্ত নয়, কৃষি অফিস, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ও কৃষকদের পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।
আখেরুজ্জামান আরও বলেন, কিছুদিন আগে এ সার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাই এ মাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও প্রকৃত কৃষকদের প্রাপ্যতা নিশ্চিত করতে গ্রামের সবার মতামতের ভিত্তিতেই এ পদ্ধতি চালু করা হয়েছে। তবে কিছু মহল রাজনৈতিক উদ্দেশ্যে সংবাদটি বিকৃতভাবে উপস্থাপন করেছে।
তিনি অভিযোগ করেন, সংবাদ প্রকাশের আগে তাঁর বক্তব্য নেওয়া হয়নি। “সংবাদটি দেখে স্পষ্ট বোঝা যায়, এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে তৈরি। এতে এলাকাবাসী বিভ্রান্ত ও হতাশ হয়েছে।
গাড়াডোব গ্রামের ইউপি সদস্য হাবিবুর রহমান ফিরোজ বলেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি, এই সার বিতরণ আমরা সবাই মিলে পরামর্শ করে বিতরণ করেছি, যাতে প্রকৃত কৃষকরা সার পান এবং কোনো সিন্ডিকেট গঠন না হয়। সাবেক চেয়ারম্যান এককভাবে কিছু করেননি। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সার বিতরণই আমাদের মূল লক্ষ্য ছিলো।
এসময় উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক আজিজুল হক, স্থানীয় আবুল হোসেন, আবিদুল হক, কৃষক প্রতিনিধি আব্দুস সালাম, ফরিদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উপস্থিত কৃষকরা বলেন, একটি ভালো কাজকে বিকৃত করে রাজনৈতিকভাবে উপস্থাপন করা হয়েছে, যা অনাকাক্ষিত।
শেষে আখেরুজ্জামান বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ লিখে আমাকে রাজনৈতিকভাবে হেয় করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানায় এবং প্রকৃত সত্য যাচাই করে সংবাদ প্রকাশের দাবি জানাচ্ছি।