আলমডাঙ্গা ওয়াপদা প্রাঙ্গণে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা ওয়াপদা তা’লীমুল কুরআন নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এলাকার যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল আসরের নামাজের পর তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ্ব ডাক্তার মোঃ একরামুল হক। প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমেদ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার আল্লামা আব্দুল্লাহ আল আমীন। বিষয় আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মোফাচ্ছেরে কুরআন হযরত মাওলানা হাসান আল মামুন লাল, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মোফাচ্ছেরে কুরআন হযরত মাওলানা জুলফিকার আলী, অত্র মাদ্রাসার খতিব হাফেজ মাওলানা আইয়ুব আলী। তাফসীর মাহফিল পরিচালনা করেন অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক ও আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

উক্ত মাহফিলে আলমডাঙ্গা ওয়াপদা তা’লীমুল কুরআন নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার ঐতিহাসিক ফলাফল ২০২৫ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজ শিক্ষা বোর্ডে অত্র মাদ্রাসার ১জন শিক্ষার্থী, সমগ্র বাংলাদেশের মধ্যে মেধাতালিকায় ১ম স্থান এবং ৭জন  শিক্ষার্থী মুমতাজ অর্থাৎ এ প্লাস পেয়ে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের সম্মাননা সহ কুরআনের হাফেজদেরকে পাগড়ি ও সনদপত্র বিতরণ করা হয়। মাহফিলে বিভিন্ন এলাকা থেকে হাজারো মমিন মুসলমান অংশ গ্রহণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *