জীবননগর অফিস
জীবননগর থানা পুলিশের অভিযানে ১০ পিচ ইয়াবা টেবলেট সহ ৩ জন মাদক সেবনকারী ও ব্যবসায়ী কে আটক করা হয়েছে। শুক্রবার বিকাল ৩ টার দিকে উপজেলার পেয়ারাতলা ফল বাজারের নিকট থেকে মাদকদ্রব্য উদ্ধার সহ আসামীদের কে আটক করে পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন, ধোপাখালী গ্রামের আবুল কাশেমের ছেলে সুজন হোসেন(৫০),মাধবপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাহাজাহান খান(৫০)ও একই গ্রামের সুমা মন্ডলের ছেলে হাবিবুর রহমান(৩৫)।
জীবননগর থানা সূত্রে জানা যায়, এসআই আসলাম আলী সঙ্গীয় ফোর্স সহ জীবননগর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। গতকাল শুক্রবার বিকাল তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে পেয়ারাতলা মোড়ে আরিফ মিয়ার ফল ভান্ডারের সামনে পাকা রাস্তার উপর থেকে ১০ পিচ ইয়াবা টেবলেট সহ ৩ জন মাদক সেবনকারী ও ব্যবসায়ী কে আটক করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, ১০ পিচ ইয়াবা টেবলেটসহ ৩ জন কে আটক করা হয়েছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।