বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা শাখার জরুরী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা শাখার জরুরী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা আমীর রুহুল আমিনের সভাপতিত্বে জরুরী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।

দায়িত্বশীল সমাবেশে তিনি বলেন- ৪টি বিষয়ের জন্য আজকে আপনাদের এখানে আহ্বান করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১১ অক্টোবর আদর্শ শিক্ষক পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ১২ই অক্টোবর কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। আগামী ১৫ই অক্টোবর তিনটি ভেনুতে আমীরে জামায়াতের ভোট গ্রহণ করা হবে। এছাড়া তিনি রুহানা সোসাইটি অগ্রগতি সম্পর্কে দায়িশীলদের অবহিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতের জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান সেক্রেটারি আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা -১  আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ পারভেজ রাসেল ও আব্দুল কাদের, উলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, তালিমুল কোরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, সমাজকল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসেন, পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, অর্থ সম্পাদক কামাল উদ্দিন। আইটি বিভাগের সভাপতি মাসুম বিল্লাহ, যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু, আইন বিষযক সভাপতি দারুস সালাম, মুফাসিরিন বিভাগের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, শ্রমিক কল্যাণ সভাপতি আইনুদ্দিন হিরোক, জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, সেক্রেটারি মাহফুজুর রহমান, দামুড়হুদা উপজেলা আমীর নায়েব আলী, সেক্রেটারি আবেদ-উদ দৌলাটিটন, দর্শনা থানা আমীর মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি  মাহবুবুর রহমান, সদর আমীর মাওলানা বিলাল হুসাইন, সেক্রেটারি  গোলাম রসুল, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমীর এড হাসিবুল ইসলাম,  সেক্রেটারী মোস্তফা কামাল, আলমডাঙ্গা উপজেলা আমীর সফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, গাংনী আসমানখালি থানা আমীর আব্বাস উদ্দিন, সেক্রেটারি কামরুল হাসান সোহেল, আলমডাঙ্গা  পৌরশাখার আমীর মাহের আলী ও সেক্রেটারী মসলেম উদ্দিন।

এর আগে বেলা ৩ টায় চুয়াডাঙ্গা -২ আসনের নির্বাচনী আইটি বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা -২ আসনের নির্বাচনী পরিচালক মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আমীর রুহুল আমিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *