জীবননগর-দত্তনগর সড়কের বেহাল দশা, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

তারিকুর রহমান, জীবননগর

জীবননগর উপজেলার জীবননগর-দত্তনগর সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় জনগণ। সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত ও খানা-খন্দ, ফলে প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো পথচারী, শিক্ষার্থী ও রোগীদের।

সরেজমিনে দেখা যায়, উপজেলার গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়কটির প্রায় এক কিলোমিটার অংশের ইট উঠে গেছে। খানাখন্দে ভরা রাস্তায় ভ্যান, অটোরিকশা ও মাইক্রোবাসে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, ভেঙে পড়ছে রাস্তার প্রান্তভাগ। এতে দুর্ঘটনা ঘটছে প্রায়ই এবং যানবাহনের ক্ষয়ক্ষতিও বাড়ছে।

এলাকাবাসি জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনীতিবিদরা সড়কটি সংস্কারের আশ্বাস দিলেও বাস্তবে কোনো কাজ হয়নি। তারা আরও জানান, নির্মাণকাজের সময় নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণেও রাস্তাটি দ্রুত নষ্ট হয়ে যায়।

সচেতন নাগরিকরা বলেন, শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, আলিয়া মাদ্রাসা ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী প্রতিদিন ঝুঁকি নিয়ে এ পথে যাতায়াত করে। হাসপাতালের রোগীদেরও একই দুর্ভোগ পোহাতে হয়।

পথচারী করিম হোসেন বলেন, এই বছর অতিবৃষ্টির কারণে রাস্তাটি আরও খারাপ হয়ে গেছে। মাছের আড়ত থেকে পানি ফেলার কারণে নষ্ট হয়ে রাস্তার পিচ উঠে গেছে। টেকসই পরিকল্পনা ছাড়া এই সড়ক সংস্কার টেকসই হবে না।

এ বিষয়ে জীবননগর উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম বলেন, সড়কটি সংস্কারের জন্য চুয়াডাঙ্গা সড়ক বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করি শিগগিরই সংস্কার কাজ শুরু হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *