দর্শনা রেলবাজার জামে মসজিদের বাথরুমে মিলল হ্যান্ডকাপ ও মোবাইল, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

দর্শনা অফিস

দর্শনা রেলবাজার জামে মসজিদের বাথরুমের ভেতর থেকে একটি হ্যান্ডকাপ ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন ধরে মসজিদের বাথরুমটি  ভেতরে পানি নিষ্কাশনের সমস্যা দেখা দেয়। দর্শনা রেলবাজার জামে মসজিদের বাথরুম ইজারা নেওয়া দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি আজিজুল হক বাথরুম পরিষ্কার করতে গিয়ে  লাঠি দিয়ে খোঁচানোর একপর্যায়ে অস্বাভাবিক কিছু অনুভব করেন। পরে তিনি লাঠি দিয়ে টেনে তুললে দেখা যায় একটি মোবাইল ফোন ও একটি হ্যান্ডকাপ পড়ে আছে।

এ খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তেই কৌতূহলী লোকজন ঘটনাস্থলে ভিড় করে। এলাকাজুড়ে শুরু হয় নানা গুঞ্জন  এটি কি নিছক কাকতালীয় ঘটনা, নাকি কোনো রহস্যজনক ঘটনার সূত্র?। খবর পেয়ে দর্শনা থানা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের উপ-পরিদর্শক (এসআই) আশিক ঘটনাস্থলে পৌঁছে সঙ্গী ফোর্সসহ হ্যান্ডকাপ ও মোবাইল ফোনটি উদ্ধার করেন। পরে দুপুর ৩টার দিকে উদ্ধারকৃত আলামত থানায় নিয়ে যাওয়া হয়।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর বলেন,আমরা ঘটনাটি সম্পর্কে অবগত আছি, তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *