‘কক্সবাজারের পানিতে নামলেই শরীর চুলকায়’

বিনোদন ডেস্ক

সাহসী উপস্থিতি আর খোলামেলা ভাবনায় বহুদিন ধরেই আলোচনায় মডেল নায়লা নাঈম। কখনো বিজ্ঞাপনচিত্রে, কখনো সিনেমার আইটেম গানে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের খোলামেলা মন্তব্যের কারণে আলোচনার কেন্দ্রে থেকেছেন।

                  সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিলেন নায়লা। এতে তিনি জানিয়েছেন, কক্সবাজারের সমুদ্রের জলে নামলে তার শরীর চুলকায়।

                  নায়লার ভাষায়, “জীবনে কমপক্ষে ৫০ বার কক্সবাজার গিয়েছি শুটিং বা ঘুরতে। কিন্তু পানিতে নামা হয়েছে হাতে গোনা তিন-চারবার। প্রথমত, ভিড় এত বেশি যে নামতে ইচ্ছে করে না।

দ্বিতীয়ত, নামলেই কিছুক্ষণের মধ্যে শরীর চুলকাতে শুরু করে। অথচ দেশের বাইরে গেলে যেকোনো সমুদ্রসৈকতে নামতে আমি ভীষণ পছন্দ করি।”

                  নায়লা নাঈম প্রথম আলোচনায় আসেন ২০১৩ সালের শেষভাগে। সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি তুমুল আলোচিত হয়। একে একে বিজ্ঞাপনচিত্র, মিউজিক ভিডিও ও নাটকে কাজ বাড়তে থাকে।

                  গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে মডেল হিসেবে শোবিজে অভিষেক ঘটে তার। পরবর্তীতে ফ্যাশন মডেলিংয়েও দীর্ঘসময় কাজ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *